টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গওহরডাঙ্গা বোর্ডের নেতারা। তারা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বোর্ডের শীর্ষ আলেমদের সভায় এই দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত আলেমরা বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানের ঘটনা ইতিহাসের কালো অধ্যায়। গভীর রাতে ঘুমন্ত ও ইবাদতরত মুসল্লিদের ওপর এভাবে নৃশংস হামলা চালিয়ে হত্যার ঘটনা সাধারণ মুসলমানের মাঝে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
আলেমরা বলেন, তাহাজ্জুদের ওয়াক্তে ঘুমন্ত সাথীদের ওপর হামলা করা এটা কোনো দাঈর বৈশিষ্ট্য হতে পারে না। যারা এহেন কর্মকাণ্ড করেছে তারা দাওয়াত ও তাবলিগের মোবারক মেহনত এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই অনতিবিলম্বে তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।
সভায় উলামায়ে কেরাম সরকারের কাছে আগামী দিনে দাওয়াত ও তাবলিগের এই মহৎ মেহনত সুন্দরভাবে পরিচালিত হওয়ার মতো সুবন্দোবস্ত করার আহ্বান জানান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি নুরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আ. সালাম, মুফতি উসামা আমিন, মুফতি মোস্তফা কাসেম, মাওলানা রেজাউল হক, মুফতি মাকসুদুল হক, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি ইমরুল কায়েস, মাওলানা সাফাওয়াত হোসাইন, মাওলানা মোস্তফা কামাল, মুফতী শফীকুল ইসলাম, মাওলানা হায়াত আলী, মুফতী মঈন উদ্দীন, মাওলানা ঝিনাত আলী, মাওলানা আব্দুল্লাহ, মাওলান আবু সালেহ, মাওলান নিজাম উদ্দিন, মাওলানা আ. কাদের, মুফতি আবুল কালাম আযাদ প্রমুখ।
বিজ্ঞাপন
জেবি

