বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শামের জন্য যে দোয়া করেছিলেন নবীজি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

শামের জন্য যে দোয়া করেছিলেন নবীজি

প্রিয়নবীজি শুধু উম্মতের জন্যই দোয়া করেননি; কখনও বিভিন্ন অঞ্চলের জন্যও দোয়া করেছেন। যেমন শামদেশ ও ইয়েমেন। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চল। 

এসব অঞ্চলের জন্য নবীজির দোয়া প্রসঙ্গে হাদিস শরিফে এসেছে, হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী স. (দোয়ায়) বললেন- اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফী শা-মিনা, আল্লাহুম্মা বারিক লানা ফী ইয়ামিনা।’ অর্থ: ‘হে আল্লাহ! শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন। হে আল্লাহ! ইয়ামান দেশে আমাদের জন্য বরকত দান করুন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: যেসব অঞ্চল বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছেন মহানবী (স.)

তখন সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসুল! আমাদের নাজদের জন্যও (দোয়া করুন)। তিনি (স.) আবারও বললেন- اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফী শা-মিনা, আল্লাহুম্মা বারিক লানা ফী ইয়ামিনা।’ অর্থ: ‘হে আল্লাহ! শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন। হে আল্লাহ! ইয়ামান দেশে আমাদের জন্য বরকত দান করুন।’

আরও পড়ুন: শেষ যুগে যেভাবে চলতে বলেছেন নবীজি

এবারও সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসুল! আমাদের নাজদের জন্যও (দোয়া করুন)। বর্ণনাকারী ইবনে ওমর (রা.) বলেন, আমার ধারণা, তিনি (স.) তৃতীয়বারে বললেন, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। (মেশকাত: ৬২৭১; বুখারি: ১০৩৭, তিরমিজি: ৩৯৫৩, সিলসিলাতুস সহিহাহ: ২২৪৬, সহিহ তারগিব ওয়াত তারহিব: ৩০৮৬)


বিজ্ঞাপন


আল্লাহ তাআলা প্রিয়নবীজির অনুসরণে আমাদেরকেও শাম-ইয়েমেনের জন্য হাদিসে বর্ণিত দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর