আদালত ভবনের অদূরে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়েছে শায়খ আহমাদুল্লাহর আস সুন্নাহ ফাউন্ডেশন। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আলিফেরে পরিবারের হাতে চেক তুলে দেন।
শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকের পেজের এক পোস্টে এ কথা জানান আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের হাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মাননীয় ধর্ম উপদেষ্টা।
আরও পড়ুন: আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার চেয়ে শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস
তাদের ক্ষতি কোনভাবেই পূরণীয় নয়। তবু তাদের প্রতি সহমর্মিতা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মহান আল্লাহ তাদের সান্ত্বনা দান করুন। তিনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত ভবনের অদূরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও তার জামিন নাকচ হওয়ায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চিন্ময়ের অনুসারীরা। বিকেল পৌনে ৪টার দিকে তারা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে হত্যা করা হয়।
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, গত ৩১ অক্টোবর তিনি চট্টগ্রামের এক সমাবেশে জাতীয় পতাকা অবমাননা করেন।