শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারের শেখবাড়ি জামিয়ায় ইসলাহি জোড় ২৮-২৯ নভেম্বর

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম প্রাচীন দীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহি জোড় ও শেখবাড়ী জামিয়ার ইসলামি মহাসম্মেলন আগামী ২৮ ও ২৯ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার বাদ আসর মৌলভীবাজরের শ্রীমঙ্গলে শেখবাড়ি জামিয়ায় দেশ ও জাতির উদ্দেশে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী বয়ান পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

দুই দিনব্যাপী এই মাহফিলের প্রথম দিনের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আহমদ মাইমুন, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি নুমান কাসেমী প্রমুখ।


বিজ্ঞাপন


দ্বিতীয় দিনের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী প্রমুখ।

আরও পড়ুন

গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু বুধবার

দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি ইসলাহি জোড় ও ইসলামি মহাসম্মেলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

প্রসঙ্গত, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুজুর্গ খলিফায়ে মাদানী কুতবে দাওরান হজরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার পর থেকে প্রায় ৯ দশক ধরে ইসলাহি এ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে মানবতার কল্যাণ, মুসলমানদের দীন-ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর