মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিস পড়লে প্রতি হরফে সওয়াব হবে কি?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

হাদিস পড়লে প্রতি হরফে সওয়াব হবে কি?

ইসলামি শরিয়তের দ্বিতীয় প্রধান উৎস সুন্নাহ বা হাদিস। কোরআনের বিধি-বিধানগুলোর রূপরেখাও তুল ধরা হয়েছে হাদিসের মাধ্যমে। তাই হাদিস ছাড়া পরিপূর্ণভাবে দ্বীন পালন সম্ভব নয়। হাদিস পড়ার অনেক ফজিলত রয়েছে।

হজরত জায়েদ বিন সাবিত (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার কাছ থেকে হাদিস শুনে তা মুখস্থ রাখল এবং অন্যের নিকটও তা পৌঁছে দিল, আল্লাহ তাকে চির উজ্জ্বল করে রাখবেন...।’ (আবু দাউদ: ৩৬৬০)


বিজ্ঞাপন


অন্য হাদিসে মহানবী (স.) বলেন, ‘আমার উম্মতের যে ব্যক্তি দ্বীনি বিষয়ে ৪০টি হাদিস মুখস্থ করবে, কেয়ামতের দিন আল্লাহ তাকে ফকিহ আলেম হিসেবে ওঠাবেন।’ (সহিহ ইবনে হিব্বান: ১/১৬২) 

তবে, পবিত্র কোরআন পড়লে যেরকম প্রতি হরফে নেকি পাওয়া যায়, তেমনি হাদিস পড়লে নেকি পাওয়ার কথা কোথাও নেই। তাই হাদিস পড়লে অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে—এমন কথা বলা যাবে না। তবে হাদিস রাসুল (স.)-এর পবিত্র জবানের ভাষা হওয়ার কারণে বরকত ও সওয়াব অবশ্যই পাওয়া যাবে।

আরও পড়ুন: নবীজির অনুসরণ কেমন হওয়া উচিত

বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিতদের নিকট (আমার এ বাণীসমূহ) পৌঁছে দেয়। (সহিহ বুখারি: ৬৭) আবদুল কায়েস গোত্রের প্রতিনিধিদলকে ঈমান ও ইসলামের শিক্ষা দানের পর তিনি বলেন, ‘তোমরা এগুলো মনোযোগসহ স্মরণ রেখো এবং তোমাদের পেছনে যারা আছে তাদের কাছে পৌঁছে দিয়ো।’ (সহিহ বুখারি: ৮৭)


বিজ্ঞাপন


প্রমাণিত হাদিস ও সুন্নতকে অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪) আল্লাহ তাআলা আরও বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল ওহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪)

আরও পড়ুন: নবীজির জীবনী পড়ার উপকারিতা

অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ‘রাসুল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। (সুরা হাশর: ৭)

সুতরাং বিশুদ্ধ হাদিস পড়া ও মুখস্থ করা অন্যতম নেক আমল। আর কোনো নেক আমলই সওয়াবহীন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন। 

(তিরমিজি: ২৯১০, ২৬৫৭, মিরকাতুল মাফাতিহ: ১/৪৮৭, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ২/১৫০)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর