সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ব্যবসায়ী ও ঘরহারা পরিবারকে ঘর মেরামত ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ সম্পর্কে একটি বিবরণ তুলে ধরেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং পুঁজি হারানো ক্ষুদে ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তার আওতায় ৮৪০০ পরিবারকে আমরা ঘর মেরামত, ব্যবসা পুনর্গঠন ও কৃষিকাজে অর্থ সহযোগিতা করছি।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের নতুন খতিবকে শায়খ আহমাদুল্লাহর অভিনন্দন
এ লক্ষ্যে গত দুদিনে ফেনী ও কুমিল্লার ৯১৫ পরিবারকে প্রত্যেকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৮৫ লক্ষ ৫ হাজার টাকা পাঠানো হয়েছে। অবশিষ্ট টাকা পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।
ঘর মেরামত, ব্যবসা ও কৃষি সহায়তার সম্ভাব্য ব্যয় ৩০ কোটি টাকা। এছাড়া, সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ১৫০০ পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। নতুন ঘর তৈরির সম্ভাব্য ব্যয় ৪০ কোটি টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের আরও ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে’
পাশাপাশি ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ১০০টি অটো রিকশা। যার বেশিরভাগই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। অবশিষ্টগুলোর বিতরণের কাজ চলমান আছে।
উল্লেখ্য, নগদ অর্থ সহায়তায় উপকারভোগীগণ প্রচলিত রেটের এক তৃতীয়াংশেরও কম খরচে টাকা ক্যাশ আউট করা যাবে।
নগদ অর্থ সহায়তার আওতায় ক্ষতির পরিমাণ অনুযায়ী ১০ হাজার থেকে ৩০ হাজার, ৩০ হাজার থেকে ৫০ হাজার এবং ৫০ হাজার থেকে ১ লাখ— এই তিনটি স্তর নির্ধারণ করে টাকা পাঠানো হচ্ছে।