রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইয়ামে বিজের রোজার ফজিলত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

আইয়ামে বিজের রোজার ফজিলত

প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বিজ বলা হয়। এই তিন দিনের রোজার বিশেষ ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে। আবুু জর (রা.) বলেন, নবীজি (স.) তাঁকে বলেছেন, তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও, তাহলে ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখো। (সুনানে তিরমিজি: ৭৬১)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আমার বন্ধু নবী (স.) আমাকে তিনটি অসিয়ত করেছেন। ১. প্রতি মাসে তিন দিন করে রোজা রাখা, ২. চাশতের দুই রাকাত নামাজ পড়া এবং ৩. ঘুমানোর আগে বিতির নামাজ আদায় করা।’ (বুখারি: ১৮৮০)


বিজ্ঞাপন


তবে, মাসের যেকোনো তিন দিন রোজা রাখলেও সারাবছর রোজা রাখার সওয়াব লাভ হবে। এ মর্মে হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, ধৈর্যের মাস হলো রমজান। আর প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোজা) পালন করা সারাবছর সাওম (রোজা) পালন করার সমতুল্য। (নাসায়ি: ২৪১০)

আরও পড়ুন: সোম-বৃহস্পতিবার নফল রোজা রাখার গুরুত্ব ও ফজিলত

এছাড়াও মাসে তিন দিন রোজা রাখলে মনের ওয়াসওয়াসা দূর হয়। রাসুলুল্লাহ (স.) বলেন, আমি কি তোমাদের অন্তরের ওয়াসওয়াসা দূর করার আমল সম্পর্কে অবহিত করব না? সাহাবিরা বলেন, কেন নয়? তিনি বলেন, তা হলো প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোজা) পালন করা। (নাসায়ি: ২৩৮৬)

উল্লেখিত হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে, আরবি মাসের যেকোনো তিন দিন রোজা রাখলে ফজিলত লাভ হবে ঠিক, কিন্তু আইয়ামে বিজের দিনে তথা ১৩, ১৪, ১৫ এই তিন দিন রোজার মর্যাদা বেশি। কেননা বিভিন্ন হাদিসে নবীজি বিশেষভাবে এই তিন দিন রোজার গুরুত্ব তুলে ধরেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যেসব দিনে নফল রোজা রাখতেন নবীজি

আইয়ামে বিজে রোজা রাখার কারণ সম্পর্কে ইসলামিক স্কলাররা বলেন, ১৩, ১৪ ও ১৫ তারিখে ভূপৃষ্ঠ ও মানুষের ওপর চাঁদের প্রভাব পড়ে। এ দিনগুলোতে চাঁদ পূর্ণতা পায়। এ সময় ভূপৃষ্ঠ ও মানুষের অভ্যন্তরে এ আকর্ষণের মাত্রাও বৃদ্ধি পায়। সাগর-নদীতে জোয়ার-ভাটার মাধ্যমে আর মানুষের মধ্যে এটির প্রকাশ ঘটে। এর প্রভাবেই মানুষের চঞ্চলতা, আবেগ-উদ্বেগ, গোঁড়ামি, দুশ্চিন্তা, অস্থিরতা, মানবিক ও স্নায়ুবিক উত্তেজনা ইত্যাদি বৃদ্ধি পায়। তাই এ সময়ে রোজা রাখার কথা বলা হয়েছে, যাতে এই দিনগুলোতে মানবিক উত্কর্ষ সাধন, অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন দুর্ঘটনারোধে সক্ষম হয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আইয়ামে বিজের দিনগুলোতে রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর