বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

কালজয়ী নাশিদ ‘তালা আলবাদরু আলাইনা’

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

‘তালা আলবাদরু আলাইনা’ একটি প্রসিদ্ধ ও ঐতিহাসিক ইসলামি নাশিদ। আল্লাহর রাসুল ও বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) যখন স্বীয় প্রতিপ্রালকের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনাবাসী সম্মিলিত কণ্ঠে এই নাশিদ গেয়ে তাঁকে বরণ করে নিয়েছিলেন। 

৬২২ খ্রিষ্টাব্দে গাওয়া এই নাশিদের বয়স আজ ১৪৪৪ বছরেরও বেশি। এখনও বিশ্বনবী (স.)-এর প্রতি ভালোবাসা প্রকাশে নবীপ্রেমিকরা বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক উৎসব-অনুষ্ঠানে নাশিদটি গেয়ে থাকেন। মুমিন মুসলমান যতদিন বেঁচে থাকবেন, ততদিন নাশিদটি মুমিন হৃদয় থেকে হারিয়ে যাবে না। 


বিজ্ঞাপন


তালাআল বাদরু আলাইনা নাশিদের আরবি লিরিক্স

طَلَعَ البَدْرُ عَلَيْنَا * مِنَ ثَنِيَّاتِ الوَدَاع

وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا * مَا دَعَى لِلَّهِ دَاع

أَيُّهَا المَبْعُوثُ فِينَا * جِئْتَ بِالأَمْرِ المُطَاع


বিজ্ঞাপন


جِئْتَ شَرَّفْتَ المَدِينَة * مَرْحبَاً يَا خَيْرَ دَاع

আরও পড়ুন
নবীজি দেখতে কেমন ছিলেন
প্রিয়নবীর পছন্দের ১৫ খাবার

তালাআল বাদরু আলাইনা নাশিদের উচ্চারণ
তালা আলবাদরু আলাইনা * মিন ছানি’য়া তিল ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা * মা দা আ লিল্লাহি দা
আইয়্যুহাল মাব উ’ছু ফিনা * জি’তা বি’ল-আমরিল মু’তা
জি’তা শার’রাফতাল মাদিনা * মারহাবান ইয়া খাইরা দা

তালাআল বাদরু আলাইনা নাশিদের বাংলা অনুবাদ
পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের ওপর * ওয়া’দা উপত্যকা থেকে।
তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য * যতদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে।
ওহ, আমাদের পথ প্রর্দশক আজকে আমাদের মধ্যে * যিনি উপদেশ নিয়ে এসেছেন, যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে।
আপনি এই শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন * স্বাগতম আপনাকে, যিনি আমাদের সঠিক পথ দে খাবেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub