শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মুমিনের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

মুমিনের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা

প্রকৃত মুমিনের একটি বিশেষ গুণ হলো- তারা নামাজের প্রতি খুব যত্নশীল। দুনিয়া যেদিকেই যাক, পরকালীন মুক্তিই থাকে তাদের মূল লক্ষ্য। মহান প্রভুর সন্তুষ্টি ও শুকরিয়া আদায় করার জন্য তারা নামাজে দাঁড়িয়ে যান। মুমিনদের অবস্থা বর্ণনায় আল্লাহ তাআলা বলেন-

‘এবং যারা রাতযাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত ও দণ্ডায়মান হয়ে’ (সুরা ফোরকান׃ ৬৪)


বিজ্ঞাপন


নবীজি (স.)-এর পবিত্র সুন্নত থেকে এই শিক্ষা অর্জন করে থাকেন মুমিন। রাসুলুল্লাহ (স.)-এর আমল সম্পর্কে হজরত আয়েশা (রা.) বলেন—

‘আল্লাহর নবী (স.) রাতে এত অধিক সালাত আদায় করতেন যে, তাঁর পদযুগল ফেটে যেত। ‘আয়েশা(রা.) বললেন, হে আল্লাহর রাসুল! আল্লাহ তো আপনার আগের ও পরের ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়েছেন, তবুও আপনি কেন তা করছেন? তিনি বললেন, “আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না”? তাঁর মেদ বর্ধিত হলে তিনি বসে সালাত আদায় করতেন। যখন রুকু করার ইচ্ছে করতেন, তিনি দাঁড়িয়ে কিরাত পড়তেন, তারপর রুকু করতেন।’ (বুখারি: ৪৮৩৭)

মুমিনদের ধ্যান জ্ঞান সব আল্লাহর রাসুলকে (স.) ঘিরে। দুনিয়ার মোহ, ক্ষমতা তার মধ্যে কাজ করে না। সর্বক্ষমতাধর মহান রবের সন্তুষ্টির জন্য থাকেন পাগলপারা। বিছানার প্রতি এক ধরণের ঘৃণার মনোভাব গড়ে ওঠে তাঁর। দুনিয়া যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে, তখন জায়নামাজে দাঁড়িয়ে যান একজন প্রকৃত মুমিন। প্রভুর ডাকে সাড়া দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের নিয়ত করেন। রাতভর আল্লাহর সামনে কিয়াম ও সালাত আদায় করতে থাকা মুমিনদের এই গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এভাবে—

‘তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে; তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সুরা সাজদা׃ ১৬)

অন্তরে আল্লাহর ভয় ও ইবাদতের প্রতি ভক্তি-শ্রদ্ধা নিয়ে সবকিছু ধীরস্থিরভাবে এবং জেনেবুঝে করার চেষ্টা করেন মুমিন। সে বিষয়টিও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, ‘মুমিনগণ নিজেদের নামাজে খুশু-খুজু অবলম্বন করে।’ (সুরা মুমিনুন׃ ২)

খাঁটি ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলছেন, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত ব্যয়কারী ও রাতের শেষপ্রহরে ক্ষমাপ্রার্থী। (সুরা আলে ইমরান: ১৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি নামাজ আদায় করার তাওফিক দান করুন। খাঁটি মুমিন হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর