বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ঢাকা

বন্যাকবলিতদের পাশে থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

বন্যাকবলিতদের পাশে থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিশেষ করে ফেনীর অবস্থা ভয়াবহ। স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনীবাসী। জেলার বেশিরভাগ এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে। 

আজ বুধবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় আগামীকাল থেকেই ফেনীতে ত্রাণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আস-সুন্নাহ চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। পর্যায়ক্রমে নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে বৈষম্যের কথা কেউ বলে না

এই ত্রাণ কার্যক্রম প্রকল্পে যে-কারো অনুদান পাঠানোর সুযোগ রয়েছে। https://asf.sh/flood এই ঠিকানায় গিয়ে অনুদান পাঠাতে পারেন যেকোনো পে-মেন্ট মেথডে।

এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ে পাঠাতে পারেন এই নম্বরে- বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

ব্যাংকে অনলাইনে কিংবা অফলাইনে পাঠাতে পারেন নিচের ঠিকানায়। 
A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka


বিজ্ঞাপন


বরাবরই দুর্গত মানুষদের পাশে থাকে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগেও দেখা গেছে- সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিতদের সর্বাত্মক সহায়তা দিয়েছে সংস্থাটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর