বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

মধ্যপ্রাচ্যে গ্রেফতার বাংলাদেশিদের মুক্ত করার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে গ্রেফতার প্রবাসীদের মুক্ত করার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

বিভিন্ন দেশে বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করতে গিয়ে গ্রেফতার হওয়া প্রবাসীদের কূটনৈতিক প্রচেষ্টায় মুক্ত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বিশিস্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


শায়খ আহমাদুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেফতার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে বিপদে পড়েছেন।

‘নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা।’ 

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন প্রখ্যাত স্কলার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর