রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ফের ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীর, সম্পাদক আমিন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১১:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img
মুনীরুল ইসলাম ও আমিন ইকবাল। ছবি: সংগৃহীত

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৪-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক-কবি মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক-সাংবাদিক আমিন ইকবাল। তারা গত সেশনেও একই পদে দায়িত্ব পালন করেছেন।

তাছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সায়ীদ উসমান, অর্থ সম্পাদক পদে উবায়দুল হক খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নকীব মাহমুদ এবং প্রশিক্ষণ সম্পাদক পদে হাবীবুল্লাহ সিরাজ নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ জুন) সংগঠনের ৬ষ্ঠ কাউন্সিল ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সদস্যদের মতামত ও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে এ ছয়টি পদে দায়িত্বশীল নির্বাচিত হন। পরে নির্বাচিত ছয়জনের পরামর্শক্রমে বাকি আরও ১৪টি সম্পাদকীয় পদে দায়িত্বশীল নির্ধারণ করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে তিন শতাধিক লেখক অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক-মুহাদ্দিস জুবাইর আহমদ আশরাফ। সহকারী কমিশনার ছিলেন ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর ও লেখক সাংবাদিক মাসউদুল কাদির।

98

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি জিয়াউল আশরাফ ও আবুল কালাম আনছারী, সহ-সাধারণ সম্পাদক সাদ আব্দুল্লাহ মামুন ও শামসুদ্দীন সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম ও মিযানুর রহমান জামীল। সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, তথ্যপ্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ, আন্তর্জাতিক সম্পাদক হাসান আল মাহমুদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সিকান্দার, প্রচার সম্পাদক রায়হান রাশেদ এবং দফতর ও পাঠাগার সম্পাদক পদে কাউসার লাবীব মনোনীত হয়েছেন। বাকি সাতটি নির্বাহী সদস্য পদ প্রথম বৈঠকে পূরণ করা হবে।


বিজ্ঞাপন


কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, লেখক ও অনুবাদক মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক আলোচক শরীফ মুহাম্মদ, লেখক-অনুবাদক নাসীম আরাফাত, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক ড. ইমতিয়াজ বিন মাহতাব, বার্তা টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, লেখক আমীর ইবনে আহমদ, লেখক আলোচক গাজী সানাউল্লাহ, সাহিত্যানুরাগী রশিদ আহমদ ফেরদৌস, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, লেখক নাজিব রাফে, আব্দুল্লাহ মোকাররম প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটি যাত্রা শুরু করে। সারাদেশের চার শতাধিক লেখক এর সদস্য।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর