বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রমজানের শেষ দশকে নবীজির নিয়মিত ৬ আমল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র রমজানের শেষ দশকে নবীজির নিয়মিত ৬টি আমল দেশের মুসলমানদের অবহিত করেছেন জনপ্রিয় দাঈ শাইখ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, আজ (রোববার মাগরিব থেকে) আমরা বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দশকে প্রবেশ করতে চলেছি। এই দশকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছয়টি কাজ নিয়মিত করতেন। 

এক. ইতিকাফ করতেন। 
দুই. জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকতেন। 
তিন. রাত্রি জাগরণ করতেন। 
চার. পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন। 
পাঁচ. কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন। 
ছয়. লাইলাতুল কদর তালাশের আশায় শেষ দশ রাতে (বিশেষত বেজোড় রাতগুলোতে) ইবাদত করতেন।


বিজ্ঞাপন


রমজানের শেষ দশক মহাসৌভাগ্যের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই সৌভাগ্য লাভ করতে হলে আমাদেরকে ইবাদত ও রাত্রি জাগরণের পেছনে সর্বশক্তি ব্যয় করতে হবে। ঈদের কেনাকাটা এবং গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি যেন আমাদের শেষ দশকের ইবাদতে বাধা সৃষ্টি না করে। আল্লাহ তাওফিক দান করুন, আমিন।

শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজ থেকে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন