প্রখ্যাত আলেমে দ্বীন ও জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা লুৎফর রহমান (৮৫) স্ট্রোক করছেন। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা নেওয়া হচ্ছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করছেন।
বিজ্ঞাপন
এর আগে, বেলা ১১টার দিকে মাওলানা লুৎফর রহমানকে সদর হাসপাতালে স্মৃতিশক্তি হারানো অবস্থায় আনা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ছোটখাটো স্ট্রোক করছেন।
বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক
সাদ ইস্যুতে আরশাদ মাদানির বক্তব্যের পর দেওবন্দের প্রতিক্রিয়া
মাওলানা লুৎফর রহমানের বড় মেয়ের জামাতা আব্দুল্লাহ মাহমুদ ঢাকা মেইলকে বলেন, সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে মাওলানা লুৎফর রহমান নোয়াখালী জেলার চাটখিলে একটি ‘ওয়াজ মাহফিলে’ যাচ্ছিলেন প্রাইভেট কারযোগে। কিছু পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ মাথা ব্যথা অনুভব হলে বাড়িতে চলে আসেন তিনি। বাড়ি থেকে সরাসরি তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করে জানিয়েছেন, ছোটখাটো স্ট্রোক করেছেন। এজন্য আমরা তাৎক্ষণিক তাকে ঢাকা পাঠিয়েছি।
সদর হাসপাতালের (আরএমও) আনোয়ার হোসেন বলেন, অজ্ঞান অবস্থায় মাওলানা লুৎফর রহমানকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে হাসপাতাল ভর্তি দিই। স্ট্রোকের লক্ষণ রয়েছে। এজন্য তার স্বজনরা তাকে ঢাকা নিয়ে গেছেন।
বিজ্ঞাপন
মাওলানা লুৎফর রহমান বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক। ওয়াজ মাহফিলে প্রয়োজনীয় বয়ান ছাড়াও সমসামায়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুসলমানদের সচেতন করেন। লুৎফর রহমানের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। তিনি উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে।

