দেশের প্রবীণ আলেম লেখক ও গবেষক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি রাতে তিনি স্ট্রোক করেন। পরে তাকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবীণ এই লেখক ও গবেষককে জানাজা শেষে আজ রাতেই চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছেন ছোট ছেলে মারুফ।
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জন্ম ১৯৪২ সালে সিলেটে। তিনি সিলেট সরকারি আলিয়ায় পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় পড়াশোনা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে তিনি উচ্চতর ডিগ্রি নেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন। দীর্ঘদিন গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি।
বিজ্ঞাপন
লেখক ও গবেষক হিসেবে তিনি দেশে-বিদেশে পরিচিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে তার লিখিত, অনূদিত ও সম্পাদিত অনেক বই প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা শতাধিক। এছাড়াও তিনি দীর্ঘদিন মহানবী সা.-এর জীবনীর ওপর প্রতি বছর ধারাবাহিকভাবে স্মরণিকা প্রকাশিত করেছেন।
তার মৃত্যুতে আলেম সমাজ ও ইসলামি ধারার লেখকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক জানিয়েছেন।
জেবি

