শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোয়া লাখ সাহাবির কবর ছড়িয়ে আছে যেসব দেশে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

সোয়া লাখ সাহাবির কবর ছড়িয়ে আছে যেসব দেশে

বিদায় হজে নবী (স.)-এর সঙ্গে হজ করেছিলেন প্রায় সোয়া লাখ সাহাবি। অথচ পবিত্র মক্কা-মদিনায় অল্পসংখ্যক সাহাবির কবর খুঁজে পাওয়া যায়। পবিত্র মদিনার জান্নাতুল বাকিতে রাসুলুল্লাহ (স.)-এর পরিবারের অধিকাংশ সদস্য স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে হাজারো সাহাবির কবর রয়েছে। ইমাম মালিক (রহ.)-এর মতে জান্নাতুল বাকিতে প্রায় ১০ হাজার সাহাবির কবর রয়েছে।

জান্নাতুল বাকিতে যাদের কবর রয়েছে তন্মধ্যে- হজরত ফাতেমা (রা.), হজরত উসমান (রা.),  হজরত আয়েশা (রা.), হজরত আব্বাস (রা.), হজরত ইবরাহিম (রা.), হজরত হাসান (রা.), হজরত উসমান ইবনে মজউন (রা.), হজরত রোকাইয়া (রা.), হজরত আলী (রা.), বিখ্যাত সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.), হজরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.), হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), নবীজির দুধমা হজরত হালিমা সাদিয়া (রা.) প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

পবিত্র মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুয়াল্লায় শুয়ে আছেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.). নবীজি (স.)-এর বড় ছেলে কাসিম, হজরত আসমা বিনতে আবি বকর (রা.), হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.), হজরত আম্মার ইবনে ইয়াসার (রা.)-এর মা ও ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া (রা.), হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) প্রমুখ।

কিন্তু লাখো সাহাবির কবর মক্কা-মদিনার বাইরে। ইসলামের ইতিহাসের এসব মর্যাদাবান মানুষগুলো দীনের প্রয়োজনে পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছিলেন। নিচে উল্লেখযোগ্য কিছু সাহাবির কার কবর কোথায় উল্লেখ করা হলো।

হজরত উকবা ইবনে নাফে (রা.) -এর কবর আলজেরিয়ায়।

হজরত আবুল বাকা আনসারী (রা.)-এর কবর তিউনিসে।


বিজ্ঞাপন


হজরত রুয়াইফা আনসারী (রা.)-এর কবর লিবিয়ায়।

হজরত আবদুর রহমান (রা.)-এর কবর উত্তর আফ্রিকায়

হজরত মাবাদ ইবনে আব্বাস (রা.)-এর কবর উত্তর আফ্রিকায়।

হজরত বারা ইবনে মালেক (রা.)-এর কবর তাসতাবে।

হজরত নোমান আলমুযানী (রা.)-এর কবর নেহাওয়ান্দে।

হজরত আবু রাফে (রা.)-এর কবর খোরাসানে।

হজরত আবদুর রহমান ইবনে সামুরা রাহ.-এর কবর খোরাসানে।

হজরত আবু আইউব আনসারী (রা.)-এর কবর ইস্তাম্বুলে।

হজরত আবু তালহা আনসারী (রা.)-এর কবর বোহায়রা রোমে।

হজরত ফযল ইবনে আব্বাস (রা.)-এর কবর সিরিয়ায়।

হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর কবর হিমসে।

হজরত বিলাল হাবশী (রা.)-এর কবর দামেশকে।

হজরত আবুদ্দারদা (রা.)-এর কবর জর্ডানে।

হজরত জাফর ইবনে আবী তালিব (রা.)-এর কবর মোতায়।

হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা (রা.)-এর কবর জর্ডান নদীর পাশে।

হজরত মুআয ইবনে জাবাল (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে।

হজরত যিরার ইবনুল আযওয়ার (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে।

হজরত উবাদা ইবনুছ ছামেত (রা.)-এর কবর জর্ডানের এক পাহাড়ে।

হজরত আবু যামআহ (রা.)-এর কবর তিউনিসে।

হজরত কুছাম ইবনে আব্বাস (রা.)-এর কবর সমরকন্দে।

হজরত আমর ইবনে মাদিকরিব (রা.)-এর কবর নেহাওয়ান্দে।

৫০ হিজরিতে হজরত মুহাম্মদ ইবনে আবী ছগরা (রা.) কাবুলের রাস্তা হয়ে পেশওয়ার এবং পেশওয়ার থেকে লাহোর হয়ে কেলাত পর্যন্ত পৌঁছেছিলেন। কেলাতের পাহাড়ে আজও সাতজন সাহাবি-তাবেয়ির কবর আছে।

তালিকা দেখে বুঝা যায়, নবী কারিম (স.)-এর সম্মানিত সাহাবিগণ দীনের ডাকে আপন ভূমি থেকে দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়েছিলেন। দাওয়াত ও জিহাদের পথে ঘরবাড়ি ছেড়ে নিজেদের উৎসর্গ করেছিলেন। রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা তাঁদেরকে যথাযোগ্য জাযা দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর