রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টির সময় নবীজির দোয়া 

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির সময় নবীজির দোয়া 

বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। মানুষ ও জীব-জন্তুর রিজিকের প্রধান মাধ্যম বৃষ্টির পানি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও পাতাঘন উদ্যান।’ (সুরা নাবা: ১৪-১৬) ‘যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে সঞ্জীবিত করি এবং আমি যা সৃষ্টি করেছি। তার মধ্য হতে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই।’ (সুরা ফুরকান: ৪৯)

তবে কখনও বৃষ্টি আজাবেরও হতে পারে। এ কারণে রাসুল (স.) বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। সেই দোয়াটি সুন্নত হিসেবে আমরাও করতে পারি। 


বিজ্ঞাপন


দোয়াটি হলো— اللَهُمَّ صَيِّبًا نَافِعًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা ছায়্যিবান নাফিয়া’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দিন।’ আয়েশা (রা.) থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো তখন রাসুল (স.) এই দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ১০৩২; মেশকাত: ১৫০০) 

আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের সময় যে আমল করবেন
ভূমিকম্পের ভয়ংকর তথ্য হাদিসে

আবার, অতিরিক্ত বৃষ্টি হলে বা বৃষ্টি ক্ষতিকর মনে হলে এই দোয়াটি পাঠ করা সুন্নত—اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া বুতূনিল আওদিয়াতি ওয়া মানা-বিতিশ শাজার।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন।’ (সহিহ বুখারি: ১০১৪)

আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টিপাতের সময় নবীজির অনুসরণে দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর