সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২১-৩০ রমজানের দোয়াগুলো জেনে নিন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

২১-৩০ রমজানের দোয়াগুলো জেনে নিন

পবিত্র রমজান মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরুদের মাধ্যমে মাসটি অতিবাহিত করে থাকেন মুমিনগণ। রমজানের ৩০ দিনে ৩০টি দোয়ার উল্লেখ আছে হাদিসে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) রমজান মাসে দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে দোয়াগুলোর উল্লেখ রয়েছে। নিচে ২১ রমজান থেকে ৩০ রমজানের দোয়াগুলো দেওয়া হলো।

২১তম রোজার দোয়া


বিজ্ঞাপন


اَللّـهُمَّ اجْعَلْ لى فیهِ اِلى مَرْضاتِکَ دَلیلاً، وَلا تَجْعَلْ لِلشَّیْطانِ فیهِ عَلَیَّ سَبیلاً، وَاجْعَلِ الْجَنَّةَ لى مَنْزِلاً وَمَقیلاً، یا قاضِیَ حَوائِجِ الطّالِبینَ

উচ্চারণ: আল্লা-হুম্মাজ আ'ল্লী ফীহি ইলা- মারাদ্বা-তিকা দালীলা, ওয়ালা- তাজআ'ল লিশ শায়ত্বা-নি ফীহি আ'লাই ইয়া সাবীলা, ওয়াজ আ'লিল জান্নাতা লী মানযিলা-উঁ ওয়া মাক্বীলা, ইয়া ক্ব-দ্বিয়া হাওয়া-য়িজিত্ব ত্ব-লিবীন।

অর্থ:  হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করো। শয়তানদের আমার উপর আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করো। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী ।

২২তম রোজার দোয়া


বিজ্ঞাপন


اَللّـهُمَّ افْتَحْ لى فیهِ اَبْوابَ فَضْلِکَ، وَاَنْزِلْ عَلَیَّ فیهِ بَرَکاتِکَ، وَوَفِّقْنی فیهِ لِمُوجِباتِ مَرْضاتِکَ، وَاَسْکِنّی فیهِ بُحْبُوحاتِ جَنّاتِکَ، یا مُجیبَ دَعْوَةِ الْمُضْطَرّینَ

উচ্চারণ: আল্লাহুম্মাফ্-তাহ্ লি ফীহি আব্ওয়া-বা ফাদ্লিক্, ওয়া আন্-যিল্ আলাইয়্যা ফীহি বারাকা-তিক, ওয়া ওয়াফ্-ফিক্বনী ফীহি লিমু-জিবা-তি মার্-দা-তিক, ওয়া আস্-কিন্নী ফীহি বুহ্বু-হা-তি জান্না-তিক, ইয়া মুজিবা দাওয়াতিল্ মুদ্ত্বাররীন।

অর্থ: হে আল্লাহ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল করো। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

২৩তম রোজার দোয়া

اَللّـهُمَّ اغْسِلْنی فیهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنی فیهِ مِنَ الْعُیُوبِ، وَامْتَحِنْ قَلْبی فیهِ بِتَقْوَى الْقُلُوبِ، یا مُقیلَ عَثَراتِ الْمُذْنِبینَ

উচ্চারণ: আল্লাহুম্মাগ্সিল্-নী ফীহি মিনায্ যুনুব, ওয়া ত্বাহ্হিরনী ফীহি মিনাল্ উয়ুব, ওয়াম্তাহিন ক্বালবী ফীহি বিতাক্বওয়াল্ ক্বুলুব, ইয়া মুক্বিলা আ’সার-তিল মুযনিবীন।

অর্থ: হে আল্লাহ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র করো। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ করো। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।

২৪তম রোজার দোয়া

اَللّـهُمَّ اِنّی اَسْأَلُکَ فیهِ ما یُرْضیکَ، وَاَعُوذُبِکَ مِمّا یُؤْذیکَ، وَاَسْأَلُکَ التَّوْفیقَ فیهِ لاِنْ اُطیعَکَ وَلا اَعْصیْکَ، یا جَوادَ السّائِلینَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস আলুকা ফীহে মা ইয়ুরদীকা ওয়া আও-জুবিকা মিম্মা ইয়ূজীকা ওয়া আস আলুকাত তাওফীকা ফীহি লিআন ওতীয়াকা ওয়ালা আয়সিয়াকা ইয়া জাওয়া-দাস সায়িলীন।

অর্থ: হে আল্লাহ! আজ তোমার কাছে ওইসব আবেদন করছি, যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তাওফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।

২৫তম রোজার দোয়া

اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مُحِبَّاً لاِوْلِیائِکَ، وَمُعادِیاً لاِعْدائِکَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِیائِکَ، یا عاصِمَ قُلُوبِ النَّبِیّینَ

উচ্চারণ: আল্লাহুম্মাজ্ আ’লনী ফীহি মুহিব্বাল্ লিআওলিয়া-ইক্, ওয়া মুআ’দিয়াল্ লিআ’দা-য়িক্, মুসতান্নান্ বিসুন্নাতি খ-তামি আম-বিইয়া-ইক্, ইয়া আ’সিমা ক্বুলু-বিন্ নাবিয়্যীন।

অর্থ: হে আল্লাহ! এই দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরি নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তাওফিক আমাকে দান করো। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

২৬তম রোজার দোয়া

اَللّـهُمَّ اجْعَلْ سَعْیی فیهِ مَشْکُوراً، وَذَنْبی فیهِ مَغْفُوراً وَعَمَلی فیهِ مَقْبُولاً، وَعَیْبی فیهِ مَسْتُوراً، یا اَسْمَعَ السّامِعینَ

উচ্চারণ: আল্লাহুম্মাজ আল সা’য়ী ফীহি মাশকুরান ওয়া জামবি ফীহি মাগফুরান ওয়া আমালি ফীহি মাক্ববুলান, ওয়া আাইবি ফীহি মাসতুরান, ইয়া আসমাআস সা-মিয়ীন।

অর্থ: হে আল্লাহ! এই দিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও। আমার সব গুনাহ মাফ করে দাও। আমার সব আমল কাজ কবুল করো এবং সব দোষ-ত্রু টি ঢেকে রাখো। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।

২৭তম রোজার দোয়া

اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ فَضْلَ لَیْلَةِ الْقَدْرِ، وَصَیِّرْ اُمُوری فیهِ مِنَ الْعُسْرِ اِلَى الْیُسْرِ، وَاقْبَلْ مَعاذیری، وَحُطَّ عَنّیِ الذَّنْبَ وَالْوِزْرَ، یا رَؤوفاً بِعِبادِهِ الصّالِحینَ

উচ্চারণ: আল্লা-হুম্মার যুক্বনী ফীহি ফাদ্বলা লাইলাতিল ক্বদর, ওয়া সয়য়ির উমূরী ফীহি মিনাল উ'ছরি ইলাল ইয়ুছরি ওয়াক্ববাল মাআ'-যীরী ওয়া হুত্বত্বা আ'ন্নীয যামবা ওয়াল বিযরা ইয়া- রয়ূফা-ম বি ই'বা-দিহিছ ছ-লিহীন।

অর্থ: হে আল্লাহ! আজকের দিনে আমাকে শবে কদরের ফজিলত দান করো। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল করো এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।

২৮তম রোজার দোয়া

اَللّـهُمَّ وَفِّرْ حَظّی فیهِ مِنَ النَّوافِلِ، وَاَکْرِمْنی فیهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فیهِ وَسیلَتى اِلَیْکَ مِنْ بَیْنِ الْوَسائِلِ، یا مَنْ لا یَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّینَ

উচ্চারণ: আল্লাহুম্মা ওয়াফ্-ফির হায্-যি ফীহি মিনান্ নাওয়া-ফিল্, ওয়াক্-রিম্-নী ফীহি বিইহ্-দ্বা-রিল্ মাসা-ইল, ওয়া ক্বার্রিব্ ফীহি ওয়াসীলাতি ইলাইকা মিন বাইনিল্ ওয়াসা-য়িল্, ইয়া মাল্লা-ইয়াশ্-গ্বালুহু ইল্-হা-হুল্ মুলিহ্-হীন।

অর্থ: হে আল্লাহ! এই দিনে আমাকে নফল ইবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত করো। তোমার নৈকট্যলাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা! যাকে অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন, ন্যায়বিচার থেকে টলাতে পারে না।

২৯তম রোজার দোয়া

اَللّـهُمَّ غَشِّنی فیهِ بِالرَّحْمَةِ، وَارْزُقْنی فیهِ التَّوْفیقَ وَالْعِصْمَةَ، وَطَهِّرْ قَلْبی مِنْ غَیاهِبِ التُّهْمَةِ، یا رَحیماً بِعِبادِهِ الْمُؤْمِنینَ

উচ্চারণ: আল্লাহুম্মা গ্বাশ্-শিনী ফীহি বির্-রহমাহ্, ওয়ার্-যুক্ব্-নী ফীহিত তাওফীক্বা ওয়াল্ ইসমাহ্, ওয়া ত্বহ্-হির ক্বাল্-বী মিন্ গ্বয়াহিবিত্ তুহ্-মাহ্, ইয়া রহীমান্ বিইবা-দিহিল্ মু-মিনীন।

অর্থ: হে আল্লাহ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান করো। আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে। হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।

৩০তম রোজার দোয়া

 اَللّـهُمَّ اجْعَلْ صِیامى فیهِ بِالشُّکْرِ وَالْقَبُولِ عَلى ما تَرْضاهُ وَیَرْضاهُ الرَّسُولُ، مُحْکَمَةً فُرُوعُهُ بِالاْصُولِ، بِحَقِّ سَیِّدِنا مُحَمَّد وَآلِهِ الطّاهِرینَ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعالَمینَ

উচ্চারণ: আল্লাহুম্মাজআল সিয়া-মী ফীহি বিশশুকরি ওয়াল ক্বাবু-লি আলা মা- তারদ্বা-হু ওয়াইয়ারদ্বা-হুর রাসু-লু মুহকামাতান ফুরু-উহু বিলউসূ-লি বিহাক্কি সাইয়িদিনা মুহাম্মাদ ওয়াইলাইহিত ত্ব-হিরীন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন।

অর্থ: হে আল্লাহ! তুমি ও তোমার রাসুল ঠিক যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত করো এবং কবুল করে নাও। আমাদের নেতা হজরত মুহাম্মদ (স.) ও তাঁর পবিত্র বংশধরদের উসিলায় আমার সব ক্ষুদ্র আমলকে মূল ইবাদতের সাথে যোগ করে শক্তিশালী করো। আর সব প্রশংসা ও স্তুতি জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসের রোজা পালন, ইবাদত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে তাঁর প্রকৃত ও পছন্দের বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর