শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে দোয়ায় বিশেষ পুরস্কারের ঘোষণা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

যে দোয়ায় বিশেষ পুরস্কারের ঘোষণা

ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবি নোমান বিন বাশির (রা.) এর সূত্রে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ: ১৪৮১) হাদিসে আরও ইরশাদ হয়েছে, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯)

প্রিয়নবী (স.) উম্মতকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দোয় শিক্ষা দিয়েছেন। তন্মধ্যে একটি দোয়ার বিশেষ পুরস্কার আল্লাহ নিজে দেবেন বলে তিনি ঘোষণা করেছেন।


বিজ্ঞাপন


দোয়াটি হলো-  يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ উচ্চারণ: ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিক। অর্থ: ‘হে আল্লাহ, আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য।’

আরও পড়ুন: যে দোয়া পড়লে শেষ জীবন সুন্দর হয়

আব্দুল্লাহ বিন ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) তাদের একটি হাদিস বর্ণনা করেছেন যে, আল্লাহর কোনো এক বান্দা  উল্লেখিত দোয়া পড়ল, শুনে ফেরেশতারা হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে তা কিভাবে লিপিবদ্ধ করবেন। তাই তারা আসমানে আরোহণ করে বলেন, হে আমাদের প্রভু, আপনার এক বান্দা এমন এক বাক্য বলেছে, যা আমরা কিভাবে লিখব তা বুঝে উঠতে পারছি না। মহান আল্লাহ জিজ্ঞেস করলেন, যদিও তাঁর বান্দা যা বলেছে তা তিনি সম্যক অবগত, আমার বান্দা কী বলেছে? ফেরেশতাদ্বয় দোয়াটি উল্লেখ করেন। মহান আল্লাহ তাদের বলেন, আমার বান্দা যেভাবে বলেছেন তদ্রূপই লিখে রাখো। আমার সঙ্গে সাক্ষাৎ লাভের সময় আমি তাকে তার বিনিময় দান করব। (ইবনে মাজাহ: ৩৮০১)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর