প্রতিবারের মতো এবারও পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। চলবে পুরো এক মাস।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
বিজ্ঞাপন
ইতোমধ্যে ইসলামি প্রকাশকদের মধ্যে স্টল বরাদ্দ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অনেকে বইয়ের পসরা সাজিয়ে বসেছেন। এই মেলা উপলক্ষে অনেকে নতুন বই প্রকাশ করেছেন। বুধবার মেলা উদ্বোধন হলেও পরদিন বৃহস্পতিবার থেকে মেলা পুরোদমে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে অনেক আগে থেকেই প্রতিবছর মেলার আয়োজন হয়ে থাকলেও যথেষ্ট প্রচার-প্রচারণা এবং মূলধারার ইসলামি প্রকাশনাগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকায় ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে গত কয়েক বছর ধরে ইসলামি ঘরানার কিছু তারকা ব্যক্তিত্বের সবর উপস্থিতি এবং ইসলামি ধারার লেখকদের বইপত্রের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের কারণে মেলা বেশ জমে ওঠে।
বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় ইসলামি আলোচনা শায়খ আহমাদুল্লাহ গত কয়েক বছর ধরে ইসলামি বইমেলায় ঘোষণা দিয়ে আসেন। তার আগমন উপলক্ষে মেলায় উপচেপড়া ভিড় লেগে যায়। এবারও তিনি মেলায় আসবেন বলে আশা করছেন আয়োজকরা।
জেবি
বিজ্ঞাপন

