দোয়া স্বতন্ত্র ইবাদত। দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। হাদিস অনুযায়ী, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। (তিরমিজি: ৩৩৭৩) হাদিসে আরও ইরশাদ হয়েছে, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই।’ (ইবনু মাজাহ: ৩৮২৯)
সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। তার মধ্যে একটি দোয়া নিজের প্রশংসা শুনে পড়তে হয়। দোয়াটি হলো- اَللّٰهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ، وَاغْفِرْ لِيْ مَا لَا يَعْلَمُوْنَ، وَاجْعَلْنِيْ خَيْرًا مِّمَّا يَظُنُّوْنَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-তুয়াখিজনি বিমা ইয়াকুলুনা ওয়াগফিরলি মা লা ইয়ালামুনা ওয়াজআলনি খাইরাম মিম্মা ইয়াজুন্নুন।’
বিজ্ঞাপন
অর্থ: ‘হে আল্লাহ, তারা যা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, তারা (আমার ব্যাপারে) যা জানে না সে ব্যাপারে আমাকে ক্ষমা করুন, আর তারা যা ধারণা করে তার চেয়ে আমাকে উত্তম বানিয়ে দিন।’ নবীজি (স.)-এর একজন সাহাবি কেউ তাঁর প্রশংসা করলে এই দোয়া পাঠ করতেন। (আল-আদাবুল মুফরাদ: ৭৬১; শুআবুল ঈমান: ৪/২২৮)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়াটির ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

