সুস্থতা মানবজীবনের অনেক বড় সম্পদ। সুস্থতাকে নেয়ামত আখ্যা দিয়ে প্রিয়নবী (স.) বলেছেন, ‘দুইটি নেয়ামত এমন আছে, যে দুইটিতে (অবহেলার কারণে) অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর তা হলো, সুস্থতা আর অবসর সময়।’ (বুখারি: ৬৪১২)
সুস্থ থাকার জন্য সতর্কতার পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা রয়েছে ইসলামে। এ সংক্রান্ত অনেক দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি দোয়া, যেটি পড়ে নবীজির সুস্থতার জন্য জিবরাইল (আ.) দোয়া করেছিলেন। দোয়াটি হলো—
বিজ্ঞাপন
بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ وَعَيْنِ حَاسِدٍ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ উচ্চারণ: ‘বিসমিল্লাহি আরক্বি-কা মিং কুল্লি শায়ইন ইউজি-কা মিং শাররি কুল্লি নাফসিন ওয়া আইনি হা-সিদিন বিসমিল্লাহি আরক্বি-কা ওয়াল্লাহু ইয়াশফি-কা।’ অর্থ: ‘আমি আপনাকে আল্লাহ তাআলার নামে ঝাড়ছি এমন সকল কিছু থেকে যা আপনাকে কষ্ট দেয় এবং সকল প্রকার অনিষ্টকর প্রাণী ও সকল হিংসুটে দৃষ্টি থেকে। আল্লাহ তাআলার নামে আমি আপনাকে ঝাড়ছি, আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন।’ সুস্থতার জন্য আরবি দোয়া, প্রিয় মানুষের সুস্থতার জন্য দোয়া
আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.)-এর নিকট জিবরাইল (আ.) এসে বললেন, হে মুহাম্মদ! আপনি কি অসুস্থ? তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরাইল (আ.) এই দোয়া পাঠ করলেন। (তিরমিজি: ৯৭২) সুস্থতার দোয়া, সুস্থ থাকার দোয়া, সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস
দোয়াটির মাধ্যমে আমরাও অসুস্থ ভাই-বন্ধুর জন্য আল্লাহর কাছে সুস্থতার আবেদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করার তাওফিক দান করুন এবং তিনি দোয়া কবুলের মাধ্যমে আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। স্ত্রীর সুস্থতার জন্য দোয়া, আল্লাহ সুস্থতা দান করুন, পরিবারের সুস্থতার জন্য দোয়া, সুস্থতা কামনা করছি, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া বাংলা