রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উৎকৃষ্ট জ্ঞান ও বিচক্ষণতার জন্য দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

উৎকৃষ্ট জ্ঞান ও বিচক্ষণতার জন্য দোয়া

উৎকৃষ্ট বোধশক্তি, গভীর জ্ঞান, তত্ত্বজ্ঞানের সমন্বয় হলো প্রজ্ঞা। এটি এমন শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত জ্ঞানের নাম, যার মাধ্যমে সবসময় মঙ্গল সাধিত হয়। জ্ঞানী ব্যক্তি ভণ্ডও হতে পারেন, কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি কর্মে সৎ, চিন্তায় সৎ। তাই প্রজ্ঞা মহান আল্লাহপ্রদত্ত অনন্য নেয়ামত। অমূল্য এই সম্পদ যাদের নসিব হয়, তারা পরম ভাগ্যবান। হজরত ইবরাহিম (আ.) আল্লাহ তাআলার কাছে প্রজ্ঞা লাভের দোয়া করেছিলেন। যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। যে দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা তাঁকে সিদ্ধান্ত নেওয়ার সর্বোৎকৃষ্ট ক্ষমতা, বিচক্ষণতা ও ন্যায়বিচারশক্তি দান করেছেন। সেই দোয়া আমরাও করতে পারি।

দোয়াটি হলো—رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ ‘রাব্বি হাবলী হুকমাওঁ ওয়ালহিক্বনী বিস সালিহীন’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন।’ (সুরা শুআরা: ৮৩)


বিজ্ঞাপন


এরকম আরও দোয়ার উল্লেখ রয়েছে হাদিসে। সেগুলোও আমরা পড়তে পারি। যেমন—اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও আর আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।’ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (স.) এই দোয়া করতেন। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১; আবি শায়বা: ১০/২৮১)

এ সম্পর্কিত আরেকটি দোয়া হলো—اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন।’ অর্থ: হে আল্লাহ! আমাকে দ্বীনের জ্ঞান দান করুন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, একবার নবী (স.) শৌচাগারে গেলেন, তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? আমি রেখেছি জানানো হলে তিনি বলেন, ‘আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দীন।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)

স্মরণ রাখতে হবে, প্রজ্ঞা লাভের দোয়ার পাশাপাশি আরেকটি আমল হলো- ইলমের তালিম নেওয়া এবং আলেমদের সোহবতে থাকা। কেননা হাদিসে এসেছে, ‘আলেমরা নবীদের উত্তরাধিকারী। তারা কোনো স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রার উত্তরাধিকার রেখে যান না, তারা রেখে যান জ্ঞানের উত্তরাধিকার।’ (আবু দাউদ: ৩৬৪১)

আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত দোয়া ও আমলের মাধ্যমে হিকমত, প্রজ্ঞা, বুঝ, সুস্থ বিবেক, উপকারী ইলম ও ন্যায়বিচারশক্তি জ্ঞান দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর