রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবসময় সুস্থ থাকতে যে দোয়া ৩ বার পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

সবসময় সুস্থ থাকতে যে দোয়া ৩ বার পড়বেন

সুস্থতা মানবজীবনের অনেক বড় সম্পদ। সুস্থতাকে নেয়ামত আখ্যা দিয়ে প্রিয়নবী (স.) বলেছেন, ‘দুইটি নিয়ামত এমন আছে, যে দুইটিতে (অবহেলার কারণে) অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর তা হলো, সুস্থতা আর অবসর সময়।’ (বুখারি: ৬৪১২)

সুস্থ থাকার জন্য সতর্কতার পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা রয়েছে ইসলামে। এ সংক্রান্ত অনেক দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি দোয়া হলো—


বিজ্ঞাপন


اَللَّهُمَّ عَافِنِىْ فِىْ بَدَنِى - اَللَّهُمَّ عَافِنِىْ فِىْ سَمْعِىْ - اَللَّهُمَّ عَافِنىِ فِىْ بَصَرِىْ – لَا اِلَهَ اِلَّا اَنْتَ উচ্চারণ: আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা। অর্থ: ‘হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।’

আরও পড়ুন: অসুস্থ ভাই-বন্ধুর জন্য যে দোয়া করতে বলেছেন প্রিয়নবী (স.)

আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি, ‘হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।’ তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (আবু দাউদ:  ৫০৯০)

আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করার তাওফিক দান করুন এবং তিনি দোয়া কবুলের মাধ্যমে আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। সুস্থতার দোয়া, সুস্থ থাকার দোয়া, সুস্থতার জন্য দোয়া স্ট্যাটাস, সুস্থতার জন্য আরবি দোয়া, প্রিয় মানুষের সুস্থতার জন্য দোয়া, স্ত্রীর সুস্থতার জন্য দোয়া, আল্লাহ সুস্থতা দান করুন, পরিবারের সুস্থতার জন্য দোয়া, সুস্থতা কামনা করছি, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া বাংলা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর