রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরমাল ডেলিভারির জন্য ‘মরিয়ম ফুল’ সহায়ক, ইসলাম কী বলে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

নরমাল ডেলিভারির জন্য ‘মরিয়ম ফুল’ সহায়ক, ইসলাম কী বলে?

মরু অঞ্চলে জন্ম নেওয়া মরিয়ম ফুল সম্পর্কে সমাজে কিছু ভ্রান্ত বিশ্বাস চালু রয়েছে। বলা হয়ে থাকে, নরমাল ডেলিভারির জন্য মরিয়ম ফুল সহায়ক ভূমিকা পালন করে। অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসেন এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকেন। অনেকে মনে করেন, মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয়।

আবার কারো বিশ্বাস, এই ফুল শুঁকেই নাকি মরিয়ম (আ.) গর্ভে সন্তান লাভ করেছিলেন। আবার কোনো কোনো ব্যবসায়ী এটিকে ‘প্রফেটিক মেডিসিন’ তথা নবী (স.) নির্দেশিত ওষুধ হিসেবেও প্রচার করে থাকেন। চলুন জেনে নেয়া যাক এ ব্যাপারে ইসলাম কী বলে?


বিজ্ঞাপন


ইসলামি শরিয়তে এ ধরণের কথার কোনো ভিত্তি নেই। কোরআন ও হাদিস দ্বারা এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয়। তবে হ্যাঁ, ভেষজ উদ্ভেদীয় চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা যায়। ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য যদি এই ফুল থেকে উপকার গ্রহণ করা যায়, তাতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো ‘ফজিলত’ বা তাৎপর্য আছে বলে বিশ্বাস করা যাবে না। নরমাল ডেলিভারি, মরিয়ম ফুল
 
মরিয়ম ফুল জন্মে মরু অঞ্চলে। মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম Anastatica hierochuntica। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে। এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, দস্তা এবং লোহা। বিশেষত, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই।  নরমাল ডেলিভারি, মরিয়ম ফুল

সুতরাং বৈজ্ঞানিকভাবে যদি এই ফুলের ঔষধি গুণ প্রমাণিত হয়, তাহলে তা ব্যবহার করতে অসুবিধা নেই। কেননা রাসুল (সা.) ইরশাদ করেন, ‘প্রত্যেক রোগের ওষুধ আছে। যখন তা ব্যবহার করা হয়, আল্লাহ তাআলার ইচ্ছায় রোগ থেকে আরোগ্য লাভ করা যায়।’ (মুসলিম: ২২০৪) অপর বর্ণনায় হজরত জাবের (রা.) বলেন, আমি রাসুল (স.)-এর নিকট বসা ছিলাম। এমন সময় একদল গ্রাম্য লোক এসে চিকিৎসা বিষয়ে প্রশ্ন করলে রাসুল (স.) বলেন, কোনো বিজ্ঞ ডাক্তার স্বীয় অভিজ্ঞতার আলোকে জায়েজ পদ্ধতিতে কোনো রোগের চিকিৎসা সম্পর্কে পরামর্শ দিলে তা গ্রহণ করা যাবে। (জাদুল মাআদ: ১/১০,২৪)

উল্লেখ্য, মরিয়ম ফুলের বিষয়টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও নরমাল ডেলিভারির জন্য তার অনুরূপ একটি পদ্ধতি হাকিমুল উম্মতখ্যাত আশরাফ আলী থানভী (রহ.) থেকে বর্ণিত হয়েছে। তিনি গর্ভপাত আসন্ন নারীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে গিয়ে বলেন, সাড়ে দশ মাশা (প্রায় ১০গ্রাম) পরিমাণ গোলাপ ফুলের পাপড়ি ১২৫ গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে, ছাকার প্রয়োজন না হয় এমনভাবে পিষে তার সঙ্গে মিসরি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে সকালে শ্বাস বন্দ করে পান করালে গর্ভবতী নারীর দুই তিন গুণ শক্তি বৃদ্ধি পায়, ফলে সহজে ডেলিভারি হয়। (বেহেস্তি যেওর খন্ড: ৯, পৃষ্ঠা: ৫৪)

অতএব, মরিয়ম ফুল বা গোলাপ ফুল কিংবা অনুরূপ যেকোনো গাছ, পাতা, ফুল ইত্যাদি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবহার করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রান্ত বিশ্বাস থেকে হেফাজত করুন। যথাযথ চিকিৎসা গ্রহণের তাওফিক দান করুন। আমিন।  নরমাল ডেলিভারি, মরিয়ম ফুল

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর