শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

জাগরণে স্মৃতিচারণ

রহমান মৃধা
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

জাগরণে স্মৃতিচারণ
প্রতীকী ছবি।

আমি বার বার নিজেকে প্রশ্ন করেছি
ভালোবাসা আসলে কী?
তাকে কি স্পর্শ করা যায়,
নাকি ধরাছোঁয়া যায়?

ভালোবাসা হলো উষ্ণ দীর্ঘশ্বাসের জমানো ধোঁয়াশা
কাউকে যদি সারা জীবন ভালো বাসতে চাও
তবে প্রেম না করে,
বরং বন্ধুত্ব কর।


বিজ্ঞাপন


প্রেম ফুরিয়ে যাবে,
বন্ধুত্ব রয়ে যাবে।
প্রেমে তুলনা আছে,
বন্ধুত্বে তুলনা নেই।

সত্যিকার ভালোবাসার পথ কখনোই মলিন নয়
তবে ভালোবাসা বিকল্পে বদলে যায় না
যে ভালোবাসতে জানে,
সে তার প্রকাশও করতে জানে।

সন্ধ্যায় দেখা আর হয় না,
বকুলের মালা দেওয়া যায় না।
রাতের ঘুমে আমি দেখিনে তারে
ভাবছি বসে একা আমি যখন,
চাঁদের আলো মুখে পড়ত তখন।

দেখিতাম তারে আমি দুচোখে ভরে,
পড়েনি চোখের পলক ক্ষণিকের তরে।
কত কিছু অন্তরে ভেবেছি আমি,
চলে যদি যাও তুমি হৃদয় থেকে
ভালোবাসা সরে যাবে জীবন থেকে
আকাশের তারাগুলো জ্বলবে না আর
ফুলের পাপড়িরা ঝরে যাবে,
ফুরিয়ে যাবে ফুলের সুগন্ধ।


বিজ্ঞাপন


কী হবে তখন জীবনের ভেবেছ কি?
তোমার পাশে যদি আমি না থাকি।
অনেক রাত কাটে এখন,
কথা বলে টেলিফোনে,
ফেজবুক, ইনস্টাগ্রাম আর ট্যুইটারে।

কথা বলি কম নয় মোরা দুজনে
তারপরও ভেসে ওঠে অতীতের কথা।
ছিল না যাদের কোনোকিছু অতীতে,
কী করে করত প্রেম তখন তারা?
গোপনে লিখত চিঠি বলত মনের কথা,
প্রতিবেশি জানলে খেত লজ্জার মাথা।

তারপরও সে প্রেমে ছিল না কোনো ভুল।
হাতে যখন দিয়েছি একগুচ্ছ ফুল,
কপালে টিপ পরে এসেছে যখন
দেখেছি তারে আমি ভরেছে মন।

লজ্জায় মরেছে সে আমাকে দেখে
সবকিছু ফেলে সে যা গেছে রেখে
সে ছিল তার প্রেম আমার বুকে।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।
[email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর