শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

জন্মদিনে কলকাতায় বঙ্গবন্ধুকে স্মরণ, শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১০:৫২ এএম

শেয়ার করুন:

জন্মদিনে কলকাতায় বঙ্গবন্ধুকে স্মরণ, শ্রদ্ধা

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশে ১০২তম জন্মবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে। এদিন বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গেও বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়, জানানো হয় শ্রদ্ধা।

কলকাতার পত্রিকা আজকালের খবরে বলা হয়, বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালনে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


বিজ্ঞাপন


ফিরহাদ হাকিম বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, 'মনে আছে খুব ছেলেবেলায় বাবার সঙ্গে রেড রোডে গেছিলাম, বহু দূর থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধুকে দেখেছিলাম। মুজিবুর ছিলেন অসাম্প্রদায়িক। আজ তাঁর পথে হেঁটেই তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।'

অনুষ্ঠানে কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, লেখক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির এবং সাংবাদিক মানস ঘোষ উপস্থিত ছিলেন।

উপ-রাষ্ট্রদূত বলেন, 'কলকাতার সঙ্গে বঙ্গবন্ধুর আত্মিক সম্পর্ক ছিল। নেতৃত্ব দেওয়ার যে গুণ তাঁর ছিল সেটির বিকাশ ঘটেছিল কলকাতায়।' শাহরিয়ার কবির বলেন, 'ভাষাভিত্তিক একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু।'

সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখার অভিজ্ঞতা আছে মানস ঘোষের। এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, 'যুদ্ধ করে বাঙালির জাতিসত্তাকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু।'


বিজ্ঞাপন


এই উপলক্ষে এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপ দূতাবাস।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর