শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

পূর্ব লন্ডনে স্টেশনের নাম লেখা হলো বাংলায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

পূর্ব লন্ডনে স্টেশনের নাম লেখা হলো বাংলায়

বাংলাদেশিদের জন্য ‘আদি ঠিকানা’ হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের ব্রিকলেন, ব্রিকলেন মসজিদ ও ইস্ট লন্ডন মসজিদ। এই এলাকায় অধিকাংশ দোকানের নাম বাংলায় লেখা। এখানকার সড়কগুলোতে হাঁটলে মনে হয় দূর পরবাসে এক টুকরো বাংলাদেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এই এলাকার একটি রেল স্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়।

‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ নামে এই স্টেশনটি পূর্ব লন্ডনে অবস্থিত। প্রতিদিন স্টেশনটি দিয়ে চলাচল করেন বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন দেশের হাজারো মানুষ। এখন থেকে তারা ইংরেজির পাশাপাশি বাংলায় দেখবেন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। সম্প্রতি নতুন সাইন‌বোর্ডটি স্টেশ‌নে যুক্ত করা হয়।


বিজ্ঞাপন


স্টেশনের সংশ্লিষ্টরা জানান, এর মধ্য দিয়ে লন্ড‌নে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদি‌নের প্রত‌্যাশা পূরণ হয়েছে। এটি বাংলাভাষার জন্য একটি ঐতিহাসিক অর্জন। আর এখানকার বাঙালিরা এই অর্জনে আনন্দিত ও উজ্জীবিত। 

স্টেশনটিতে বাংলা সাইনবোর্ড বসানোর জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছিলেন আব্দুল কাইয়ূম চৌধুরী। আবেদনটি গৃহীত হওয়ার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তা বাস্তবায়নে উদ্যোগী হয়।

স্টেশনের নাম পরিবর্তনের এই আনন্দঘন মুহূর্তে বাঙালিরা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

এএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর