শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সার্বিয়ার রাস্তায় বাংলাদেশির মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১১:৩০ এএম

শেয়ার করুন:

সার্বিয়ার রাস্তায় বাংলাদেশির মরদেহ

সার্বিয়ার রাস্তায় বাদল খন্দকার নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) স্থানীয় সময় পৌনে ৩টার দিকে দেশটির রাস্তায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার পাসপোর্ট নম্বর BY 0940574। 

বুধবার (৯ মার্চ) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


বাদল মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার মধুরচর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। 

এ বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জের বাদল খন্দকার মানব পাচারকারীদের প্রতারণায় পড়ে দেশটিতে যান। বাদল যাওয়ার আগে মেসার্স নূরজাহান রিক্রুটিং এজেন্সিকে (আর.এল-১৩৯৪) সাড়ে ৬ লাখ টাকা দেন।

২০১৭ সালের ১৭ নভেম্বর এজেন্সি তাকে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে সার্বিয়া পাঠায়। চুক্তি ছিলো সার্বিয়াতে কোম্পানির কাজ দেবেন বাদলকে। কিন্তু সেখানে গিয়ে কোনো কোম্পানি খুঁজে না পাওয়ায় হতাশায় দিন কাটে তার। 


বিজ্ঞাপন


স্বজনরা দালাল ও এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, কোম্পানি কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছে। তাদের করার কিছুই নেই। এমতাবস্থায় কোনো উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচানোর তাগিদে সার্বিয়া থেকে ইতালির উদ্দেশ্য রওনা দেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর আগে পথেই মৃত্যু হয় বাদলের।

মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে বলে জানিয়ে নিহতের ভাই সাদ্দাম হোসেন বলেন, মরদেহ নেওয়ার জন্য মন্ত্রণালয় যোগাযোগ করেছেন। তিনি তার ভাইয়ের এ মৃত্যুর জন্য এজেন্সির সংশ্লিষ্টদের দায়ী করেছেন। 

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর