শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বৈধপথে রেমিট্যান্স পাঠালে উপকৃত হবে পরিবার ও দেশ

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

বৈধপথে রেমিট্যান্স পাঠালে উপকৃত হবে পরিবার ও দেশ

বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন। এর মাধ্যমে এক দিকে পরিবার যেমন উপকৃত হবে তেমনি সমৃদ্ধ হবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

শনিবার (১ অক্টোবর) বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের দোরগোড়ায় প্রচার চালাতে রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন নিজেই এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠিয়ে রেমিট্যান্স উদযাপন দিবস পালন করেন।


বিজ্ঞাপন


এ সময় রাষ্ট্রদূত বলেন, বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভাণ্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়।

এ সময় উপস্থিত ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরী, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগিডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের লেভার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর