বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

হৃদরোগে আক্রান্ত ৯২ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিল কাতার চ্যারিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১১:১৫ পিএম

শেয়ার করুন:

হৃদরোগে আক্রান্ত ৯২ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিল কাতার চ্যারিটি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত এমন ৯২ জন গরিব-অসহায় শিশুর বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটির অর্থায়নে গত ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এক মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে এই ব্যয়বহুল অপারেশন সম্পন্ন হয়। কাতার থেকে আসা বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্পে অংশ নেয়।


বিজ্ঞাপন


জাতীয় হৃদরোগের ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ শাহরিয়ার জানিয়েছেন, ব্যয়বহুল এই চিকিৎসার পুরোপুরি অর্থায়ন করেছে কাতার চ্যারিটি। ৯২ শিশুর হৃৎপিণ্ডে ছিদ্রজনিত কারণে প্রয়োজনীয় ডিভাইস দিয়ে চিকিৎসা করা হয়েছে।

অধ্যাপক আব্দুল্লাহ শাহরিয়ার বলেন, এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার কোনো সামর্থ্যই পরিবারের সদস্যদের ছিল না। কাতার চ্যারিটি দরিদ্র এই পরিবারগুলোর সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে।

এ বিষয়ে কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর বলেন, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা কার্যক্রমে বিভিন্ন দেশের প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, টেকনোলোজিস্ট ও অ্যানেসথেটিস্টরা অংশ নিয়েছেন। খুব শিগগিরই এসব শিশু পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে।

এ সময় প্রতিবছরই এই হেলথ ক্যাম্প করার আশাবাদ ব্যক্ত করেন কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর।


বিজ্ঞাপন


/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর