মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ডাক বিভাগ ছাড়া পোস্টাল ব্যালট ভোট পাঠালে বাতিল হবে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

ডাক বিভাগ ছাড়া পোস্টাল ব্যালট ভোট পাঠালে বাতিল হবে 
ডাক বিভাগ ছাড়া পোস্টাল ব্যালট ভোট পাঠালে বাতিল হবে।  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারে মতো সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে পোস্টাল ব্যালট ডাকবিভাগ ছাড়া অন্য কোনো মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠালে তা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। 


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, সম্মানিত ভোটারগণকে জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালট প্রেরণ করুন। মনে রাখবেন, সকল পোস্টাল ব্যালটে Unique QR Code ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে।’

আরও পড়ুন: পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ছাড়াল সাড়ে ৫ লাখ

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যাতিত অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।


বিজ্ঞাপন


আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

এমএইচএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর