যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিখ্যাত সান ফ্রান্সিসকো বে এরিয়াতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বাদ আসর সিলিকন ভ্যালির একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মরহুমার জন্য দোয়ার ব্যবস্থা করা হয়।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলের শুরুতে ফাতেহা পাঠ করে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে তাঁর বর্ণিল জীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। উপস্থিত সুধীজন তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
দল-মত নির্বিশেষে সকল বয়সের স্থানীয় বাংলাদেশিরা দোয়াতে অংশগ্রহণ করেন। এছাড়া গত শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে বেগম খালেদে জিয়ার জন্য দোয়া করা হয়। জ্যামিং এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট আজিজ চৌধুরী, ইঞ্জিনিয়ার ফাইয়াজ জামান, সাঈদ শাহীন, সাবেক কংগ্রেস প্রার্থী আব্দুল শিকদার, জাহাঙ্গীর দেওয়ান, ফাইয়াজ নুরসহ স্থায়ী প্রবাসীরা দোয়াতে অংশগ্রহণ করেন।
জেবি

