বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্যারিসে দোয়া মাহফিল

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

france dhakamail
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্যারিসে দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রান্সের প্যারিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দুইটায় প্যারিসসংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


এতে সভাপতিত্ব করেন- ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের।

বক্তারা বলেন, আপসহীন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন দেশপ্রেমিক মানুষ তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা নেবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের মিশন উপপ্রধান এহসানুল হক, কাউন্সিলর ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের কর্মকর্তারা। এ ছাড়া ফ্রান্স বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


মাহফিলে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তাঁর উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শনের জন্য এ কৃতজ্ঞতা জানানো হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন- ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর