বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুবাইয়ে সমাজসেবক জসিম উদ্দিনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

দুবাই প্রবাসী সমাজসেবক জসিম উদ্দিনকে সংবর্ধনা

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দুবাইয়ে সংবর্ধনা পেয়েছেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মো. জসিম উদ্দিন। সম্প্রতি নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে দুবাইয়ের একটি স্থানীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আকবর হোসাইন। সঞ্চালনা করেন মো. ইদ্রিস ও বখতিয়ার। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব মো. জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম লিটন।


বিজ্ঞাপন


বিশেষ অতিথি ছিলেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, মো. জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মো. কুতুবুদ্দিন, ব্যবসায়ী মো. আলম, মো. রুবেল ও মোহাম্মদ জুবায়ের প্রমুখ।

বক্তারা বলেন, জসিম উদ্দিনের সমাজসেবামূলক উদ্যোগ, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে কাজ এবং নোয়াপাড়ার অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য ও অনুকরণীয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ‘ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রবি চৌধুরী।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর