সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ২৮ ডিসেম্বর

চৌধুরী আকবর হোসেন 
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ২৮ ডিসেম্বর

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হবে। এই আয়োজন করছে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন কাজা দো বাংলাদেশ।

এই উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন, ‘গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছি। তবে এ বছর বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে Mercado de Culturas হল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও পর্তুগালে বসবাসরত সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে, পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় ও ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।


বিজ্ঞাপন



সিএ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর