সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাতারে ‘তুর্কীনামা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আবুল কালাম ফয়সাল, কাতার থেকে
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

Qatar
কাতারে ‘তুর্কীনামা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি মুহূর্ত।

কাতারের অভিজাত হোটেল প্লাজা ইন-এর নান্দনিক বলরুমে সম্প্রতি এক সাহিত্যঘন ও আনন্দঘন পরিবেশে ভ্রমণসাহিত্যের নতুন সংযোজন ‘তুর্কীনামা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এরাবিয়ান এক্সচেঞ্জ কাতারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবীর চৌধুরীর কলমে রচিত এই ভ্রমণকাহিনি পাঠককে তুরস্কের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক অনুভূতির এক অনন্য সফরে নিয়ে যায়। 


বিজ্ঞাপন


বইটিতে লেখক তুরস্ক ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি সে দেশের ঐতিহ্য, সমাজ ও মানুষের জীবনবোধকে গভীরভাবে তুলে ধরেছেন।

Turki
তুর্কীনামা বইটির মোড়ক। 

সাংবাদিক তামিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। তিনি আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন এবং লেখককে আন্তরিক শুভেচ্ছা জানান। 

এসময় হযরত আলী বলেন, ভ্রমণসাহিত্য কেবল দেশ-দেশান্তরের বর্ণনায় সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের মনন, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এক গভীর আত্মিক সংযোগ স্থাপন করে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও বাংলাদেশ কমিউনিটি কাতারের সাবেক সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন। 

এছাড়া দোহার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাহিত্যপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ‘তুর্কীনামা’ গ্রন্থটির সাহিত্যমান ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং লেখকের ভবিষ্যৎ সাহিত্যকর্মের সাফল্য কামনা করেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর