চীনের ইউনান প্রদেশের এক সপ্তাহব্যাপী এক অভূতপূর্ব ভ্রমণ সম্পন্ন করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্বদের একটি দল।
ইউনান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং চায়না ডেইলির যৌথ আয়োজনে এই সফরে প্রদেশের নৃতাত্ত্বিক বৈচিত্র্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করেন তারা।
বিজ্ঞাপন
ভ্রমণে ওয়া সম্প্রদায়ের শিমাও গ্রামের উন্নয়ন মডেল, থংছংয়ের রাজসী আগ্নেয়গিরি ও ভূ-তাপীয় উদ্যানের প্রাকৃতিক বিস্ময়, প্রাচীন জিঙ্কগো গাছের মনোমুগ্ধকর দৃশ্য এবং হশুন প্রাচীন শহরের শতবর্ষী গ্রন্থাগার ও ঐতিহাসিক নিদর্শনসমূহ অন্তর্ভুক্ত ছিল।
অংশগ্রহণকারীরা ইউনানে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা ও স্থিতিশীল সম্প্রদায় উন্নয়নের সফল সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন। তারা নিজ নিজ প্ল্যাটফর্মে এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী প্রচার করবেন বলে জানান।
/এএস

