শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটে অংশগ্রহণে দূতাবাসের মতবিনিময়

আবুল কালাম ফয়সাল, কাতার প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

qatar
কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটে অংশগ্রহণে দূতাবাসের মতবিনিময় সভার একটি চিত্র।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করতে এবং এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে কাতারের বাংলাদেশ দূতাবাস এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) দোহার হেলাল এলাকায় অবস্থিত দূতাবাস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় কাতারে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত উদ্যোগ এবং পোস্টাল ব্যালট প্রক্রিয়ার বিভিন্ন ধাপ তুলে ধরেন।

Qatar2

দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, কাউন্সিলর (রাজনৈতিক) বারিকুল ইসলাম, প্রথম সচিব (রাজনৈতিক) মো. নাসির উদ্দিন, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ ময়নুল ইসলাম প্রমুখ। 

সভায় বক্তারা প্রবাসীদের ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। দূতাবাসের পক্ষ থেকে পোস্টাল ব্যালট প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর