ফ্রান্সের প্যারিসে টানা সপ্তমবারের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জনপ্রিয় সামাজিক সেবা সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। প্যারিসের রুই তিয়েরে কুরির একটি অভিজাত তারকা মিলনায়তনে আয়োজন করা এ অনুষ্ঠানে ফ্রেঞ্চ কারিকুলামে বাক, বিটিএস, অনার্স, মাস্টার্স এবং মেডিকেলসহ মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এছাড়া উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), দূতালয়ের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এমসি ইনস্টিটিউট, নারী সংগঠন ‘উইথ দ্য মাইন্ড’, নুপুর হক, বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম, খালেদ মাহমুদ ও নাট্যকর্মী মোজাম্মেল হোসেন শোয়েবকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বিসিএফ রিইউনিয়ন উপলক্ষে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত স্মরণিকা ‘সহযাত্রী’-র মোড়ক উন্মোচন করেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এছাড়া সমাজসেবা ও মানবিক কাজে অবদান রাখায় গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী ফরাসি এনজিও CFF–GK এর সাভার ডেলিগেশনকে সম্মাননা জানানো হয়।
বিজ্ঞাপন

আরশী বড়ুয়ার মনোমুগ্ধকর বায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মোটিভেশনাল বক্তৃতা দেন আশরাফ, ইশতিয়াক আকিব এবং ডাক্তার ঐশী খান। বিসিএফ পরিচালক এমডি নুর তার স্বাগত বক্তব্যে সংগঠনকে আরও সমাজমুখী কর্মকাণ্ডে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য দেন বিসিএফ ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক নজমূল কবিরও।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সোমা দাস এবং নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। Mme Audrey এর পরিচালনায় ফরাসি ড্যান্স গ্রুপও বিশেষ পরিবেশনা উপস্থাপন করে।
এজেড

