মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, শতশত বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, শতশত বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, শতশত বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কড়াকড়ির অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৩৭৭ জন বাংলাদেশিসহ মোট ৭৭০ জন বিদেশি আটক হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন ডিপার্টমেন্ট) এই অভিযান পরিচালনা করে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা।


বিজ্ঞাপন


মোট ২ হাজার ৪৪৫ জনকে শনাক্ত ও যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি নাগরিক এবং বাকি ৮৪৫ জন স্থানীয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক ডাতুক সেরি বাসরি ওথমান বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হয়। বুকিত বিনতাং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ প্রবাসীদের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ ছিল স্থানীয়দের মধ্যে।

আটকদের জাতীয়তা অনুযায়ী হিসাব করলে দেখা যায়, ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপালিয়ান, ৫৮ জন ভারতীয়, নারী-পুরুষসহ ১৯ জন ইন্দোনেশিয়ানকে আটক করা হয়েছে। এছাড়া আরও অন্যান্য দেশের নারী-পুরুষসহ অন্তত ৯ জনকে আটক করা হয়েছে। 

বাসরি জানান, অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন। কারও ভিসার মেয়াদ শেষ, কেউ আবার কাগজপত্রের অপব্যবহার করছিলেন। অভিযানের সময় অনেক প্রবাসী দোকানের পেছনে, ছাদে কিংবা সাঁতরে লুকানোর চেষ্টা করেন। তবে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছিল, তাই শেষ পর্যন্ত তারা ধরা পড়ে।


বিজ্ঞাপন


এ সময় একটি অবৈধ জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়। সেখানে সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রিত একটি গোপন ব্যবস্থা চালু ছিল। অভিযানে ওই স্থান থেকে জুয়া খেলারত অবস্থায় ৮ জন বিদেশিকে আটক করা হয়।

আটকদের প্রথমে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানকার প্রাথমিক যাচাই শেষে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩) – বৈধ অনুমতি ছাড়া অবস্থান, ধারা ১৫(৪) – ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অবস্থান করা, এবং প্রবিধান ৩৯(বি) – কাগজপত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে।

ডাতুক সেরি বাসরি ওথমান আরও বলেন, অবৈধ শ্রমিক ও অননুমোদিত কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে। আমরা নিয়োগদাতাদেরও নিয়মিত পরিদর্শন করছি, যেন তারা অনুমোদিত কর্মী কোটার বাইরে কাউকে নিয়োগ না দেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর