কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) সম্মেলনের শেষ দিনে গঠিত হয়েছে সংগঠনটির ২০২৫–২০২৬ সালের নতুন কেন্দ্রীয় কমিটি। সর্বসম্মতিক্রমে নিউইয়র্কের জাকারিয়া চৌধুরী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে জাকারিয়া চৌধুরী ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভাইস চেয়ারম্যান হিসেবে কানাডার দেওয়ান মনিরুজ্জামান, এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে টেক্সাসের নেহাল রহিম এবং জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে নিউইয়র্কের আমিনুল ইসলাম কলিন্স।
বিজ্ঞাপন
সম্মেলনের শেষ দিনে সিদ্ধান্ত হয়, ২০২৬ সালের ফোবানা সম্মেলনের হোস্ট সংগঠন হবে অরল্যান্ডো বাংলাদেশ সমিতি, ফ্লোরিডা।
এছাড়া, চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর প্রস্তাবে ফোবানার সংবিধানে একটি নতুন ধারা যুক্ত করা হয়। নতুন সংবিধানিক অনুচ্ছেদে বলা হয়েছে, ‘১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহই ফোবানার সদস্যপদ লাভে যোগ্য বিবেচিত হবেন।’
এই সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন প্রদেশ ও রাজ্য থেকে প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রবাসী সমাজে সংস্কৃতি, ঐক্য এবং বাংলাদেশের চেতনা ধরে রাখার উপায় নিয়ে আলোচনা হয়।
/একেবি/

