মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লিবিয়ার আটক শিবির থেকে ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম

শেয়ার করুন:

লিবিয়ার আটক শিবির থেকে ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি ফিরছেন দেশে

লিবিয়ার ডিটেনশন সেন্টার ও বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে তাদের এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে ১৪১ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে এবং ১৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এ ছাড়া ত্রিপলীতে আরও ৫ জন বিপদে পড়া অভিবাসীকেও দেশে পাঠানো হচ্ছে।


বিজ্ঞাপন


আইওএম-এর সহায়তায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটটি বুধবার (৯ জুলাই) সকাল ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের শ্রম বিষয়ক মিনিস্টার গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান। তারা জানান, এসব অভিবাসীর দেশে ফেরার প্রক্রিয়ায় দূতাবাস কীভাবে কাজ করেছে তা তাদের সামনে ব্যাখ্যা করা হয়েছে।

এর আগে, দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীর গানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করা হয়। সেখানে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।

পরে লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সহযোগিতায় অভিবাসীদের দেশে ফেরা নিশ্চিত করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ায় অভিবাসীদের কোনো খরচ হয়নি।


বিজ্ঞাপন


বিদেশে আটক ও বিপদে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে ভবিষ্যতেও দূতাবাসের পক্ষ থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর