সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

কানাডায় লেকে ডুবে নিহত ২ বাংলাদেশির জানাজা বুধবার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

B
কানাডায় নৌকা উল্টে লেকের পানিতে নিহত দুই বাংলাদেশি।

উত্তর আমেরিকার দেশে কানাডায় নৌকা উল্টে লেকের পানিতে নিহত দুই বাংলাদেশির জানাজা দেশটির স্থানীয় সময় বুধবার (১১ জুন) বাদ আসর অনুষ্ঠিত হবে।

দুই ধাপে প্রথমে নাগাট মসজিদে এবং পরে ৩৪৭ ডেনফোথ রোডের সুননাতুল জামাত মসজিদে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এর আগে গত ৮ জুন (রোববার) অন্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব লেকের পানিতে ডুবে প্রাণ হারান। 

ইতোমধ্যেই কাওয়ার্থা লেক সিটি এবং অন্টারিও প্রাদেশিক পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন: কানাডায় লেকে ডুবে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর করুণ মৃত্যু

জানা যায়, স্থানীয় সময় শনিবার (৭ জুন) ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন (রোববার) তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত অন্টারিও প্রদেশের লিনজি শহরে যান এবং একটি কটেজে ওঠেন। দুপুরের দিকে গুড্ডু, তার বন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে নামেন। ওই সময় হ্রদের তীরে গুড্ডুর স্ত্রী ও মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরে আসতে পারলেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে যান। পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


কানাডার সংবাদমাধ্যম কাওয়ার্থানাউ ডটকমের খবরে বলা হয়েছে, সেদিন বিকেল ৩টার কিছু পর তিনজন যাত্রী নিয়ে একটি ক্যানো নৌকা উল্টে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামান পানিতে ডুবে মারা যান।

এদিকে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন অফিস জানিয়েছে, রাকিব ও ক্যাপ্টেন সাইফের মরদেহ আগামী বৃহস্পতিবার (১২ জুন) কানাডা থেকে সরাসরি বিমান যোগে ঢাকায় পাঠানো হবে। পৌঁছাবে শুক্রবার (১৩ জুন) রাত ৯টা ৩০ মিনিটে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর