শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

মালয়েশিয়ায় কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়ার সুবাংজায়া সুরাও মসজিদে বিএনপির সাবেক নেতা আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বাদ মাগরিব কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. ইমন হাসান, এবং পরিচালনা করেন মো. জামাল আবদুল্লাহ। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জামাল উদ্দিন।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সাখাওয়াত হোসেন, এস এম রহমান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, বিএনপি নেতা মো. মঞ্জু খা, এবং আরও অনেক নেতা ও সংগঠক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ হাফিজুল, মো. শান্তি, মো. মোস্তাফিজুর রহমান, মো. আরাফাত হোসেন, মো. সুমন, ইঞ্জিনিয়ার শাহাজালাল, আনোয়ার পারভেজ, সাইদুর রহমান বাবু, মো. সোগাগ হোসাইন, মোহাম্মদ নাসির, জয়নাল, মো. কামাল, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ ফরিদ হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মো. হাবিবুর রহমান, মো. আলম সহ আরও অনেকে।

এছাড়া, অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর