বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা জানাতে মালয়েশিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম।
গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া প্রবাসী বিএনপির সমর্থক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রমজান হাসান বাবুল।
বিজ্ঞাপন
মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফোরামের উপদেষ্টা জাকির হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি নূর মোহাম্মদ, মালয়েশিয়া মহানগর যুবদলের নেতারা আশরাফুল খন্দকার, আবুল বাশার ভুইয়া, মো. ইলিয়াছ মিয়া, শামিম আহমেদ বকুল ও মো. ফারুকসহ আরও অনেকে।
এছাড়া মো. মান্নান, আলাউদ্দিন মোল্লা, নূর মোহাম্মদ, জালাল আহমেদ, মো. সানাউল্লাহ, কামাল হোসেন, মো. জুনা মিয়া, হানিফ মিয়া, ইমন সাইদ, নয়ন মিয়া, মো. দুলাল মিয়া ও সোহরাব হোসেনসহ শতাধিক প্রবাসী সভায় উপস্থিত ছিলেন।
এইউ

