মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। আগামী রোববার (৮ ডিসেম্বর) এই অনুষ্ঠানে যোগ দিতে ঢালিউড কিং শাকিব খান মালয়েশিয়া আসছেন। কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্টের পরিচালক ইফতারুল ইসলাম আনি এ তথ্য জানান।
শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে আসছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১ এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ এবং আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠান উপলক্ষে শাকিব খানসহ অন্যান্য শিল্পীরা ইতোমধ্যে ভিডিও বার্তা দিয়ে দর্শকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে অংশ নিতে আসা শিল্পীদের মালয়েশিয়া আসার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়ালালামপুরের টুইনটাওয়ার সংলগ্ন উইসমা এমসিএ-এর সুবিশাল অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। আমন্ত্রণপ্রাপ্ত অতিথিদের পাশাপাশি সাধারণ দর্শকরা বিনামূল্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, তবে তাদের আগে থেকে বারকোড দিয়ে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠান দিনেও নিবন্ধন করা যাবে।
এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা হবে। পাশাপাশি, সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো প্রবাসীকে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড দেওয়া হবে। যারা বিভিন্ন খাতে অবদান রেখে বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল করেছেন, তাদেরও সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, পাশা খান, তালেব মোল্লা এবং আসাদুজ্জামান মাসুমসহ আরও অনেকে।
এইউ