মালয়েশিয়ায় কুয়ালালামপুরে আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসে (ইএসকেএল) পাসপোর্ট আবেদন জমা দিতে আসা প্রবাসীদের ওপর নিরাপত্তা প্রহরী কর্তৃক মারধরের ঘটনায় বাংলাদেশ হাইকমিশন দুঃখপ্রকাশ করেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দূতাবাস এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছে।
এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন, ইএসকেএলের নিরাপত্তা প্রহরী তাদের ছবি তোলার চেষ্টা করতে গেলে হুমকি দেন এবং ভিডিও ধারণে বাধা দেন। গতকালও একই পরিস্থিতি ঘটেছিল, যখন এক সাংবাদিককে মারধরের চেষ্টা করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক মালয়েশিয়ান সিকিউরিটি গার্ড লাঠি দিয়ে পাসপোর্টের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা একজনকে মারতে যাচ্ছেন, এবং কয়েকজনকে শার্টের কলার ধরে টানছেন। মারধরের শিকার অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
বর্তমানে, এমআরপি পাসপোর্টের প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় প্রতিদিন হাজার হাজার প্রবাসী ইএসকেএল অফিসে পাসপোর্ট আবেদন জমা দিতে আসছেন। এর ফলে সেখানে ভয়াবহ ভিড় সৃষ্টি হচ্ছে, এবং কনস্যুলার সেবা ও অন্যান্য কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কিছু প্রবাসী অভিযোগ করেছেন, তারা ৪-৫ দিন ধরে সেখানে এসে পাসপোর্ট জমা দিতে পারছেন না।
এ বিষয়ে ইএসকেএলের মিডিয়া ও মার্কেটিং পরিচালক আরমান পারভেজ মুরাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে বলেন, "এই পরিস্থিতিতে আমার কিছুই করার নেই," এবং এরপর ফোন কেটে দেন।
এইউ