মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ইউনিভার্সিটি পলিটেক মালয়েশিয়া (ইউপিটিএম)। এডু প্ল্যান সল্যুশন বাংলাদেশ এবং ইউপিটিএমের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক ৩০টি কোর্সে ২০ শতাংশ ফি ছাড়সহ নানা সুবিধা পাবেন।
এই চুক্তির ফলে, বাংলাদেশি শিক্ষার্থীরা শুধু মূল ফি ছাড়ই পাবেন না, তারা আরও পাচ্ছেন ফ্রি এয়ার টিকিট, হোস্টেল সুবিধা এবং বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়। ইউপিটিএমের ডেপুটি ডিরেক্টর মার্কেটিং ও স্টুডেন্ট রিক্রুটমেন্ট তুয়ান মো. সোফিয়ান বিন হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিটিএমের মার্কেটিং ও স্টুডেন্ট রিক্রুটমেন্টের ডেপুটি ডিরেক্টর তুয়ান মো. সোফিয়ান বিন হাসিম এবং এডু প্ল্যান সল্যুশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠানে ইউপিটিএমের সহকারী মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ফারহান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তুহিন, এসএএস গ্লোবাল বাংলাদেশের সত্ত্বাধিকারী মো. শাহাদাত হোসাইন, ও টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের সত্ত্বাধিকারী রাজু বিশ্বাস উপস্থিত ছিলেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউপিটিএমে পড়াশোনার নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। মালয়েশিয়া সরকারের নতুন নীতিমালার আওতায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করা হয়েছে, যা তাদের সেখানে শিক্ষার পাশাপাশি কর্মজীবন শুরু করতে সহায়তা করবে।
বাংলাদেশি শিক্ষার্থীরা ইউপিটিএমের ৩০টি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন, যার মধ্যে রয়েছে বিবিএ, আইটি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এমবিএ, পিএইচডি প্রোগ্রাম। এছাড়া, প্রথম ২০ জন শিক্ষার্থী ঢাকা-কুয়ালালামপুর এয়ার টিকিট ফ্রি পাবেন।
এডু প্ল্যান সল্যুশনের অফিসে যোগাযোগ করে আগ্রহী শিক্ষার্থীরা আরও বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া জানতে পারবেন।
বিজ্ঞাপন
যোগাযোগের ঠিকানা
বাংলাদেশ অফিস:
এডু প্ল্যান সল্যুশন বাংলাদেশ, ৪৮, এ-বি পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০১৮১৮৬৫১৯০৯, ০১৬০১৯০৯০৯০
মালয়েশিয়া অফিস:
প্লাজা বারযায়া, ইউনিট-১০৯, ১এ, জালান বুকিত বিনতাং, কুয়ালালামপুর
+৬০১০২৪৫২৫০৯ (হোয়াটস্যাপ)
এইউ