মালয়েশিয়ায় বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে জি.এস.সি গ্লোবাল সলিউশন্স।
সম্প্রতি কুয়ালালামপুরের টাইমস্কয়ারের বিপরীত বারজায়া কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্পোরেট ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক মাসব্যাপী ফাইল প্রসেসিং সেবায় সম্পূর্ণ ফ্রি চার্জ সুবিধা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এটি মালয়েশিয়ায় জি.এস.সি গ্লোবাল সলিউশনের তৃতীয় শাখা, যা সংযুক্ত আরব আমিরাত ও সার্বিয়াতে প্রতিষ্ঠিত এর আগের শাখার পর সম্প্রসারিত হলো। বারজায়া টাইমস্কয়ারের বিপরীতে প্লাজা বারযায়ায় প্রতিষ্ঠানের নতুন কর্পোরেট ব্রাঞ্চের যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্টের মহাসচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন মাহি। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের আন্তর্জাতিক ব্যবসার প্রসারে জি.এস.সি গ্লোবাল সলিউশনের উদ্যোগের প্রশংসা করেন এবং মন্তব্য করেন যে, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথে আরও সহজতর সুযোগ সৃষ্টি করবে।
জি.এস.সি গ্লোবাল সলিউশনের চেয়ারম্যান শোয়াইব চৌধুরী বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে সহায়ক হবে। আমরা ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারশিপসহ নানা সুবিধা নিয়ে আসতে পেরেছি।"
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ চৌধুরী, মালয়েশিয়ার ব্যবসায়ী ও এডুপ্লান বাংলাদেশের পরিচালক ওসমান গনি, মদিনার ট্রাভেলস এন্ড টুরসের পরিচালক মোকাম্মেল হোসেন, COAST ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. তোফায়েল আহমেদ, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, মালয়েশিয়ায় বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা এবং অন্যান্য ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
এই উদ্বোধন অনুষ্ঠানে শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য ফাইল ওপেনিং চার্জে ১০০% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা এক মাসব্যাপী চলবে।